রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


যেভাবে করা যাবে পুনঃনিরীক্ষার আবেদন


প্রকাশিত:
৩১ মে ২০২০ ২১:৩০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৯:৩১

ফাইল ছবি

যারা পরীক্ষায় আশানুরূপ ফলাফল করেননি তারা এই পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে খুব সহজেই ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

রোববার আন্তঃশিক্ষা বোর্ডের সাব-কমিটি এমনটাই জানিয়েছে।

যেভাবে করবেন পুনঃনিরীক্ষার আবেদন: 

টেলিটক নম্বর থেকে  RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে পাঠাবেন ১৬২২২ নম্বরে। একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ফিরতি এসএমএসে চার্জের অংক জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে। এতে রাজি থাকলে RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

জানা গেছে, প্রতি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top