রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


করোনায় নিলুফার মঞ্জুরের মৃত্যু


প্রকাশিত:
২৬ মে ২০২০ ১৭:৪২

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০৫:২৩

অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী এবং সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী বিষয়গুলো মঞ্জুর পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সাথেও যুক্ত ছিলেন।

এদিকে, মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top