কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল জরুরি ছিল:শাহরিয়ার কবির

সাংবাদিক, কলামিস্ট, প্রামাণ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির বলেছেন, সম্প্রতি কাশ্মিরে ৩৭০ ধারা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার তা জরুরি ছিল।
একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।
তিনি বলেন, ৩৭০ ধারা থাকার কারণে কাশ্মীর উন্নয়নের ধারা থেকে বঞ্চিত হয়েছে। ভারতের অন্য রাজ্যগুলো থেকে তারা পিছিয়ে। কাশ্মীরে শিক্ষার উন্নয়ন হলো। কিন্তু শিল্পায়ন হলো না। এতে হাজার হাজার শিক্ষিত বেকার তৈরি হতে থাকল। হাজার বছর ধরে হস্তশিল্পে তারা সুনাম কুড়িয়ে আসছে। কাশ্মীরি শাল, চাদর জগৎখ্যাত। কিন্তু ভারতের অন্য রাজ্যগুলোর সঙ্গে তাল মেলাতে পারছিল না। শিল্পায়ন করতে হলে বিনিয়োগ দরকার। কিন্তু বিনিয়োগের মতো অর্থ ছিল না তাদের।
তিনি আরও বলেন,৩৭০ ধারা কাশ্মীরে ভারতের পুঁজি সরবরাহ বন্ধ করে দিয়েছিল। শিল্পায়নের জন্য জমির দরকার। ভারতের শিল্পপতিরা কাশ্মীরে জমি কিনতে পারেনি। আমি কাশ্মীর ঘুরে এসে যে বই লিখেছিলাম, সেখানে ৩৭০ ধারা বাতিলের কথা বলেছি। কাশ্মীরের উন্নয়নের জন্যই ৩৭০ ধারা বাতিল জরুরি ছিল। কারণ বিশেষ মর্যাদার নামে তারা বছরের পর বছর ধরে বঞ্চিত হয়ে আসছিল।
আরপি/এএস
বিষয়: শাহরিয়ার কবির কাশ্মীর উন্নয়ন
আপনার মূল্যবান মতামত দিন: