রাজশাহী বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১


এএসপির গাড়ি থেকে মালামাল ছিনতাই


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৩

আপডেট:
১০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৫

হবিগঞ্জের মাধবপুরে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর গাড়ি থেকে অভিনব কায়দায়   মালামাল ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঢাকায় সার্কেল এএসপিদের সভায় যোগদান শেষে গত রোববার রাতে স্ত্রীকে নিয়ে একটি মাইক্রোবাসে কর্মস্থলে ফেরার পথে বেঙ্গাডোবা নামক স্থানে পৌঁছলে ১০-১২ জনের একদল দুবৃর্ত্ত গাড়িতে লোহার রড দিয়ে ঢিল দেয়। বিকট শব্দ শুনে চালক গাড়ি দাঁড় করাতেই দুর্বৃত্তরা তাদের গাড়ি থেকে নগদ অর্থ, মোবাইল, স্বর্ণালঙ্কার ও লাগেজ ছিনিয়ে নেয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেঙ্গাডোবা হাওর থেকে একটি লুণ্ঠিত লাগেজ উদ্ধার করে। এতে ওই পুলিশ কর্মকর্তার পোশাক-পরিচ্ছদ রয়েছে। এ ঘটনায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে জড়িত সন্দেহে বিভিন্ন স্থান থেকে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top