রাজশাহী সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


দিল্লি থেকে ফিরলেন আরও ১৪৭ বাংলাদেশি


প্রকাশিত:
১৫ মে ২০২০ ০৩:১২

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:১৯

ছবি: সংগৃহীত

মুম্বাই, ব্যাঙ্গলোরের পর এবার ভারতের রাজধানী দিল্লি থেকে ফিরলেন সেখানে আটকেপড়া ১৪৭ বাংলাদেশি। বৃহস্পতিবার (১৪ মে) দিল্লি থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ১৪৭ বাংলাদেশিকে নিয়ে বিকেল ৫টা ১১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশির ফিরিয়ে আনছে সরকার। এরই অংশ হিসেবে ভারতে থাকা বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হলো।

ভারত থেকে ফিরে আসা ব্যক্তিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারো দেহে করোনার সংক্রমণ নেই। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত তিন সপ্তাহে দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা ও ব্যাঙ্গালোর থেকে মোট ২৫টি ফ্লাইটে সাড়ে ৩ (তিন) হাজারের অধিক আটকেপড়া বাংলাদেশি আকাশপথে দেশে ফিরেছেন।

ভারতে আটকেপড়াদের অধিকাংশই ছিলেন চিকিৎসার জন্য যাওয়া রোগী ও তাদের পরিবারের সদস্য। এছাড়াও ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও পর্যটকরাও এই সময়ে দেশে ফিরেছেন।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top