রাজশাহী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


মহিলা মেম্বারের ঘরে ১৮ বস্তা সরকারি চাল


প্রকাশিত:
১৪ মে ২০২০ ০৪:৩৬

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪৫

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি ১৮ বস্তা চালসহ নিলুফা আক্তার নামে এক নারী ইউপি সদস্যকে আটকের পর এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার চরইসলামপুর গ্রামে ওই নারী ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। নিলুফা চরইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইউপি সদস্য নিলুফা নিজ ঘরে আত্মসাতের উদ্দেশ্যে সরকারি চাল মজুত রেখেছেন- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাধ্যমে এমন তথ্য পেয়ে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

অভিযানের সময় নিলুফার ঘর থেকে ১৮ বস্তা (৩০ কেজি বস্তা) সরকারি চাল জব্দ করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, অসৎ উদ্দেশ্যে ইউপি সদস্য তার বাড়িতে সরকারি চাল মজুত রেখেছিলেন। সেজন্য তাকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top