রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


আন্তর্জাতিক নার্স দিবস আজ


প্রকাশিত:
১২ মে ২০২০ ১৬:৪৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৬:৫৬

ছবি: সংগৃহীত

 

আন্তর্জাতিক নার্স দিবস আজ (মঙ্গলবার)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে দেশে দিবসটি পালন করে আসছে।

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নার্স : এ ভয়েস টু লিড- নার্সিং দ্য ওয়ার্লড টু হেলথ’। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও নার্সিং ও মিডওয়াইফারির নির্দেশনায় সারা দেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top