করোনা কেড়ে নিল আরও ৭ প্রাণ, নতুন শনাক্ত ৭০৯

দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১ টি।
আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এর আগে বুধবার একদিনে দেশে ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়। গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
আরপি / এমবি
আপনার মূল্যবান মতামত দিন: