রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


পাহাড় কাটার অপরাধে

১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪৭

ফিনলে সিগারেট

‘ইন্টারন্যাশনাল টোব্যাকো’ নামে একটি তামাক কোম্পানি ছাড়পত্র না নিয়ে সিগারেট তৈরি করছিল চট্টগ্রাম কালুরঘাট শিল্প এলাকায়। প্রতিষ্ঠানটিকে ৭০ লাখ এবং ভবন নির্মাণের সময় পাহাড় কাটার অপরাধে ফিনলে প্রোপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সরেজমিন পরিদর্শনের পর দুই কোম্পানিকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এই আদেশ দেন।

‘কালুরঘাট এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার দায়ে ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, জরিমানার অর্থ পরিশোধ ও পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

পাহাড় কেটে ফিনলে প্রোপার্টিজের ১৮ তলা ভবনের নির্মাণ কাজ শুরুর সত্যতা পাওয়ায় এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে পাহাড় কাটার জন্য ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top