রাজশাহী শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


হত্যা নাকি আত্মহত্যা?


প্রকাশিত:
৩ মে ২০২০ ০১:৪৭

আপডেট:
৩ মে ২০২০ ০১:৪৮

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ মে) দুপুর দেড়টার দিকে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেতাফুর রহমান বলেন, লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশন অনেকটাই ফাঁকা। দুপুরে প্ল্যাটফর্মে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখে আমরা উদ্ধার করি।

তার বয়স আনুমানিক ৬০ বছর। মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মরদেহের পাশে দুটি ব্যাগ পড়েছিল। একটি ব্যাগে জ্যাকেট ও কম্বল এবং আরেকটিতে কাপড় ছিল। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ওই ব্যক্তির গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো থাকলেও পা দুটি মাটিতেই ছিল। এজন্য এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে পুলিশের দাবি এটি আত্মহত্যা।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top