রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


এবার করোনায় আক্রান্ত নওগাঁর সাংসদ


প্রকাশিত:
২ মে ২০২০ ০৩:৪২

আপডেট:
২ মে ২০২০ ০৬:০৮

সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার। ছবি : সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এবার এক জনপ্রতিনিধির নাম যুক্ত হলো। আক্রান্ত মো. শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। দেশে এই প্রথম কোনো সাংসদ করোনায় আক্রান্ত হলেন।

সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক আজ শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।’

জানা গেছে, শহীদুজ্জামান সরকার গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ বিকেলে তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

দশম সংসদের হুইপ শহীদুজ্জামান বর্তমান একাদশ সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় সংসদ সচিবালয় থেকে ন্যাম ভবনের ওই ভবন লকডাউন করার চিন্তা ভাবনা করা হচ্ছে।’

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top