রাজশাহী সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


ঘুষের বিষয়ে ড. জাফরুল্লাহ চৌধুরী অনৈতিক কথা বলেছেন: ওষুধ প্রশাসন


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২০ ২০:৩৯

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১৫:১৮

ছবি: সংগৃহীত

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, ঘুষের বিষয়টি তুলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী অনৈতিক কথা বলেছেন। তিনি বলেন, কিটের উদ্ভাবক দাবি করেছেন ঔষধ প্রশাসন কখনও ঘুষের বিষয়টি তুলেননি অথচ জাফরউল্লাহ চৌধুরী ঘুষের কথা বলেছেন।

আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো দেশেই বর্তমানে র‍্যাপিড টেস্ট কিটের অনুমোদন দেয়নি। আর গণস্বাস্থ্যকে টেস্ট কিট নিয়ে আমরা আগেও সহযোগিতা করেছি এখনও সহযোগিতা করতে প্রস্তুত।

ঔষধ প্রশাসনের ডিজি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না মানায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট হস্তান্তরের অনুষ্ঠানে যায়নি ওষুধ প্রশাসন। নিয়ম মেনে কাজ করে সফল হলে সরকার তাদের স্বাগত জানাবে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top