গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ভাঙচুর

গাজীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ভাংচুর ও মোটরসাইকেলে আগুন, আহত ১০ জন
গাজীপুরের বাইপাস এলাকায় সকাল থেকেই পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভাংচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুদ্ধ শ্রমিকরা।
ভোগড়া এলাকার ভেলমন ও মিক নীটসহ প্রায়৭/৮টি পোশাক কারখানার শ্রমিকরা আজ সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহা সড়কে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা আশেপাশের বিভিন্ন কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় শ্রমিকরা পাশের ক্রাউন এবং স্টাইলিশ ফ্যাশন কারখানায় ব্যাপক ভাংচুর করে। বেলা ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়।
আরপি/এমএইচ
বিষয়: কারখানা পোশাক শ্রমিক গাজীপুর বেতন
আপনার মূল্যবান মতামত দিন: