রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে আহত ২০


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২০ ০২:২৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৫:১৬

ছবি: সংগৃহীত

বাড়ির সীমানা প্রচীর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুরাইল গ্রামের বাসিন্দা ধলাই মিয়া তার বাড়িতে সীমানা প্রাচীর দিতে চাইলে প্রতিবেশী ধন মিয়া বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টা চলা ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top