রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


সোনালী ব্যাংক কর্মকর্তার ক‌রোনা : শাখা বন্ধ


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২০ ২২:১৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৪:৪৩

ছবি: সংগৃহীত

ব্যাংক কর্মকর্তার করোনাভাইরাস সংক্রমণ হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

সোমবার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান।

তিনি জানান, ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি বন্ধ রাখা হ‌য়ে‌ছে।

তিনি বলেন, যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার স‌ঙ্গে আ‌রো চার কর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখা‌টি বন্ধ থাকবে।

বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে ব‌লেও জানান তিনি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top