রাজশাহী শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আসলে পুরস্কার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২০ ২১:৪৪

আপডেট:
১৩ এপ্রিল ২০২০ ২১:৪৯

 

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে অঘোষিত লকডাউন রাজশাহী। বন্ধ রয়েছে গণপরিবহন। কিন্তু তবুও বাইরের জেলা থেকে গ্রামে ফিরে আসছেন অনেকে। খবর পেলে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছে পুলিশ। তবে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত হয়েছে। আর যারা স্বেচ্ছায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আসবেন, তাদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন ঘোষণা দেন তিনি। এর আগে বিকেলে পার্শবর্তী পুঠিয়া উপজেলায় ঢাকা ফেরত এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। রাজশাহী জেলা তো বটেই, গোটা বিভাগের মধ্যে তিনিই প্রথম করোনা শনাক্ত ব্যক্তি। তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।

তিনি লেখেন, আক্রান্ত এলাকা থেকে আগতদের আগামীকাল (সোমবার) থেকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক রাখার সিধান্ত গ্রহণ করেছি আমরা চারঘাট ও বাঘায়। প্রাতিষ্ঠান নির্দিষ্ট করা হয়েছে। প্রয়োজনে আমরা তিনবেলা খাবার সরবরাহ করবো। নারীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অথবা বিশেষ ব্যবস্থায় তারা নিজের বাসাতেই থাকবেন।

প্রতিমন্ত্রী লেখেন, আশাকরি সকলেই বুঝবেন যে সার্বিক ভালোর জন্যই এই সিদ্ধান্ত। সকলের সহযোগীতা কামনা করছি। যারা ফিরেছেন তাদের তালিকা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমেই করেছি। কেউ বাকি থাকলে তাদের অনুরোধ করব স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য। আমার ব্যক্তিগত তরফ থেকে ভবিষ্যতে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে।

তবে বাইরে থেকে এসেও কোয়ারেন্টাইনে না গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন শাহরিয়ার আলম। ফেসবুকে তিনি লেখেন, কেউ ফাঁকি দেয়ার চেষ্টা করলে সংক্রমণ রোগ প্রতিরোধ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নির্বাচনি এলাকার যাদের এই পোস্টটি নজরে আসবে তাদের অনুরোধ করবো বিষয়টি সবাইকে জানিয়ে দিতে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী  শাহরিয়ার আলমের ফেসবুক পোস্ট

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের রোগি শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর একে একে দেশের ছয় বিভাগেই করোনা ছড়িয়ে পড়ে। বাকি ছিলো শুধু রাজশাহী বিভাগ। রোববার এ বিভাগের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় করোনার রোগি শনাক্ত হয়। এলাকাটি রাজশাহী শহর থেকে পূর্বে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা বাঘা-চারঘাটের পাশেই।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top