মধুপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ৩০ বছর বয়সের এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মধুপুরে তিনিই প্রথম করোনা রোগী। আক্রান্ত যুবক উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। তবে তিনি গাজীপুরে গার্মেন্টসে কাজ করতেন বলে জানা গেছে।
রোববার রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন।
তিনি জানান, সম্প্রতি গাজীপুর থেকে বাড়িতে ফেরেন ওই ব্যক্তি। প্রশাসন খবর পেয়ে তার বাড়ি লকডাউন করেছে। রোববার তার নমুনা পরীক্ষার জন্য পাঠালে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: