রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


নবাবগঞ্জে আরো এক ব্যক্তি করোনায় আক্রান্ত


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২০ ১৯:০২

আপডেট:
১ মে ২০২৪ ০৭:৫১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরো এক ব্যক্তি (কোভিড-১৯) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি তাবলীগ জামায়াত থেকে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দুইয়ে দাঁড়ালো।


শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।


ডা. অনুপ বলেন, ওই এলাকায় তিনজনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিলে বুধবার (৮ এপ্রিল) ওই এলাকায় গিয়ে তিনজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সরকারের আইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিপোর্ট পাই তাতে এক জন পজিটিভ রয়েছে।


তিনি আরো বলেন, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে ৩১ মার্চ নবাবগঞ্জ উপজেলায় সৌদি আরব থেকে আসা এক প্রবাসীর (৪৭) শরীরে করোনা শনাক্ত করা হয়।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top