রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ২ পুলিশ


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৩

আপডেট:
১ সেপ্টেম্বর ২০১৯ ১০:১১

হাসপাতালে বিস্ফোরণে আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন।

রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটানো হয়। 

এতে ওই মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম (৩২) এবং প্রটেকশন শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন আহত হয়েছেন। দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে কনস্টেবল আমিনুলের হাতের আঙুলে এবং এএসআই শাহাবুদ্দিনের দুই পায়ে আঘাত লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন খুবই সামান্য আহত হয়েছেন, আরেকজনের পায়ে স্প্লিন্টারের কিছুটা আঘাত আছে। তবে দু’জনই আশঙ্কামুক্ত।

স/এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top