রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বৃহস্পতিবার চীন থেকে আসছে টেস্টিং কিটস ও ডাক্তার-নার্সদের পোশাক


প্রকাশিত:
২৪ মার্চ ২০২০ ২৩:০২

আপডেট:
২৫ মার্চ ২০২০ ২০:০৮

ফেসবুক থেকে সংগৃহীত

 

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) চীন থেকে টেস্টিং কিটস ও ডাক্তার নার্সদের জন্য পোশাক আসছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক ওয়ালে এমনটা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

নিজস্ব ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানিয়েছেন, গণচীনের দেয়া ১০,০০০ টেস্টিং কিটস এবং ১০,০০০ ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক নিয়ে বিশেষ বিমানটি পৌছাবে ২৬ তারিখ দুপুর নাগাদ। এছাড়াও দ্বিতীয় আরেকটি চালান আগামী ২৯ তারিখে আসবে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “গণচীনের দেয়া ১০,০০০ টেস্টিং কিটস এবং ১০,০০০ ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক নিয়ে বিশেষ বিমানটি পৌছাবে ২৬ তারিখ দুপুর নাগাদ। দ্বিতীয় আরেকটি চালান আসবে ২৯ তারিখে।

বাংলাদেশ সরকার অন্যজায়গা থেকে কিছু পরিমাণ এইসব সামগ্রী ক্রয় করে বিতরণ শুরু করেছে ইতিমধ্যে। গণচীনের সহায়তা কোরোনা প্রতিরোধ এবং চিকিৎসায় অনেক গতি আনবে ।”

আরপি/এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top