রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


ইতালিফেরত ব্যক্তির মৃত্যু, নজরদারিতে ২ হাসপাতাল ১০ বাড়ি


প্রকাশিত:
২৩ মার্চ ২০২০ ১৭:৪৪

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০২:৪৫

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে ইতালিফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ায় ওই দুটি হাসপাতালসহ তার বাড়ির আশপাশের ১০টি বাড়ি বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।


সোমবার (২৩ মার্চ) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

আরোও পড়ুন: করোনা: পোশাক শিল্পে ১৪৮ কোটি ডলারের অর্ডার বাতিল

তিনি আরও জানান, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা, সেটা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ দল ভৈরবে এসেছেন। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top