রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বাংলাদেশে ৩ করোনা আক্রান্ত শনাক্ত: আইইডিসিআর


প্রকাশিত:
৮ মার্চ ২০২০ ২৩:৫৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৪

ফাইল ছবি

বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রবিবার বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, আক্রান্তদের দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুজন ইতালি ফেরত। একজন এক ইতালিপ্রবাসীর পরিবারের সদস্য।

আক্রান্তদের স্বার্থে বিস্তারিত না জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, দেশে ফেরার সময় ওই দুই ইতালিপ্রবাসীর মধ্যে করোনার উপসর্গ ছিল না।

বাইরে বের হওয়ার প্রয়োজন না থাকলে ঘরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, জনসমাগম এড়িয়ে চলা ভালো। তবে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, জনসমাগমস্থলে মাস্ক পরলে এবং কাশি শিষ্টাচার মেনে চললে আমরা করোনা ছড়ানো ঠেকাতে পারবো।

এর আগে বিশ্ব নারী দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

 আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top