রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


দুই শিশুকে গলাকেটে হত্যা: মায়ের বিরুদ্ধে বাবার মামলা


প্রকাশিত:
৮ মার্চ ২০২০ ২১:১০

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৮:৩২

ফাইল ছবি

ঢাকার খিলগাঁও থানার গোড়ানে দুই মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে ওই শিশুদের মায়ের বিরুদ্ধে মামলাটি করেছেন তাদের বাবা মোজাম্মেল হক।


মামলার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, মামলায় শিশু দুটির মা আখতারুন্নেসা পপিকে আসামি করা হয়েছে।

মামলার পর পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ওই নারীকে গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে গোড়ানের একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে জান্নাতুল ফেরদৌস (৭) ও মেহজাবিন আলভীর (১২) লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে শিশু দুটির মা আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। নোট ও পপির স্বামী মোজাম্মেল হক বিপ্লবের বক্তব্য বিশ্লেষণ করে পুলিশের ধারণা, আর্থিক অনটন থেকে দাম্পত্য কলহের জেরে দুই মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন পপি।

পপিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ওই ঘরে চুরি বা ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ। পপির স্বামী মোজাম্মেল মুন্সীগঞ্জের শ্রীনগরে ইলেকট্রনিকসের দোকান আছে। তিনি সেখানেই থাকেন।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, দুই শিশুকে জবাই করে হত্যার পর আগুন ধরিয়ে দেয়া হয়।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top