সিলেটে বজ্রপাতে ২ পাথর শ্রমিকের মৃত্যু

সিলেটে বজ্রপাতে দুই পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জেলার গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল এলাকার পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নূর মিয়া (৩৫) ও ময়না মিয়া (৩৬)।
নিহত নূর মিয়া রুস্তমপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও ময়না মিয়া একই এলাকার ইসরাইল আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গতরাত ৩টার দিকে পাথর তুলতে কোয়ারিতে যান নূর মিয়া ও ময়না মিয়া। পাথর তোলার সময় ভারি বর্ষণের ভেতর বজ্রপাতে মারা যান তারা।
আরপি/ এমএএইচ
বিষয়: সিলেট বজ্রপাত ২ পাথর শ্রমিক মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: