রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


হবিগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৮


প্রকাশিত:
৬ মার্চ ২০২০ ১৬:৩৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫২

ছবি: দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহতের রেশ কাটতে না কাটতেই আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।

উপজেলার কান্দিগাঁও নামক এলাকায় শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাণ হারান যানটির আট যাত্রী। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আরোও পড়ুন: বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ নওগাঁর আমীন উদ্দীন

জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে মাইক্রোটি তানভিরগাঁও নামক এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি গাছের সঙ্গে ধাক্কা খেলে আটজনের প্রাণহানি হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top