রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর নির্দেশ

দুই মাসের মধ্যে কার্যকর করতে হবে


প্রকাশিত:
৩০ আগস্ট ২০১৯ ০০:০৮

আপডেট:
৩০ আগস্ট ২০১৯ ০০:১০

হাইকোর্ট

সারাদেশের সব আদালত কক্ষে (এজলাসে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে এটি কার্যকর করতে হবে। 

বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

চলতি বছরের ২১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

রিটে বিবাদী করা হয়েছে-আইন সচিব, গণপূর্ত সচিব, অর্থ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে।

আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, 'সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে প্রতিটি সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।’ এ অনুচ্ছেদ উল্লেখ করে রিটটি করা হয়েছে।

 

আরপ/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top