রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


হবিগঞ্জে আগুনে পুড়েছে ২০ দোকান


প্রকাশিত:
৪ মার্চ ২০২০ ১৮:৪২

আপডেট:
৪ মার্চ ২০২০ ২০:১৪

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী বাজারে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ওই বাজারের কামাল মিয়ার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ মোরগের দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এগিয়ে আসেন আশপাশের লোকজন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ২০টি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো ইসলাম উদ্দিনের গুদাম ঘর, কামাল মিয়ার মাছের আড়ৎ ও মুরগীর দোকান, অনুশীলন সেলুন, জোটন সেলুন, জীবন শীলের সেলুন, হোসেন মিয়ার মোবাইলের দোকান, সন্তোষের সেলুন, ওসমা টেইলার, প্রাণ শীলের সেলুন, ওমর আলীর সারের দোকান, সামছু মিয়ার চাউল ও ধানের দোকান, বিপ্লবের সেলুন, ইসলাম উদ্দিনের কনফেকশনারি, গোলাপ মিয়ার মোবাইল ও কম্পিাটার পার্টসের দোকান, সোলায়মান মিয়ার কাপড়ের দোকান, ইমান হোসেনের কম্পিউটার ও মোবাইলের দোকান, সাদ্দামের ফ্লেক্সিলোডের দোকান, লক্ষ্মীধরের ভূষি মালের দোকান ও মালেক মিয়ার চায়ের দোকান।

বানিয়াচং ফায়ার স্টেশনের ফাইটার মো হৃদয় মিয়া জানান, রাত ৩টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতি নির্ণয়ে কাজ চলছে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top