কুর্মিটোলায় মাইক্রোবাসের ধাক্কায় ১৪ পথচারী আহত
রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় ১৪ পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ক্যান্টনমেন্ট থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মশিউল জানিয়েছেন।
মশিউল বলেন, শাহবাগ থেকে একটি মাইক্রোবাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাচ্ছিল। প্রধান সড়ক থেকে হাসপাতালের রাস্তায় ঢোকার ঠিক আগমুহূর্তে চালককে হঠাৎ এয়ারপোর্ট যেতে বলেন মাইক্রোবাসের যাত্রী।
এসময় চালক মাইক্রোবাসটি ডানে টার্ন করার সময় আজমেরি পরিবহনের একটি বাস চাপ দেয়। দ্রুত চালিয়ে বাসটিকে ওভারটেক করতে গিয়ে পথচারীদের ওপর তুলে দেন চালক। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তবে দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন তা জানাতে পারেননি এসআই মশিউল।
আরপি/এসআর
বিষয়: মাইক্রোবাস আহত
আপনার মূল্যবান মতামত দিন: