রাজশাহী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


ঢাকার মিরপুরে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ড


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২০ ২৩:০৩

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০৮:০৩

ছবি: প্রতীকী

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে শহিদুল ইসলাম (২০) ও পারভিন (৩৫) নামের বস্তির দুই বাসিন্দা দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার এ সব তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত শতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমোণ নিরূপণ করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। মিরপুর-৭ নম্বর সেকশনে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে গড়ে তোলা এই বস্তিতে ২০১৯ সালের ১৬ অগাস্ট সন্ধ্যায় অগ্নিকাণ্ডে পুড়ে যায় বস্তির প্রায় আড়াই হাজার ঘর।

 আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top