রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


প্রথম আলো সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তারের আদেশ


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২০ ০৮:৪৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৯:৩৬

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত৷ ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় এই আদেশ দেয়া হয়েছে৷

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সহসম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷ মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘মোহাম্মদপুর থানার পরিদর্শক আবদুল আলিম বৃহস্পতিবার সকালে ওই প্রতিবেদন জমা দেন৷ সেখানে বলা হয়, আবরারের মৃত্যুর ঘটনায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলা ছিল৷''

উল্লেখ্য গত এক নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলো৷ সেই অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হন নবম শ্রেণির ছাত্র আবরার রাহাত৷ মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷

এই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে৷ গত ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন রাহাতের বাবা মুজিবুর৷ বিডিনিউজ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মামলায় দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়, যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড৷

মামলায় বলা হয়েছে, সঠিকভাবে বিদ্যুতের ব্যবস্থাপনা না করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়নি৷ ঘটনার পর রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসের উল্টো পাশের সোহরাওয়ার্দী হাসপাতালে না নিয়ে রাহাতকে উদ্দেশ্যমূলকভাবে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷

এই বিষয়ে সেসময় কিশোর আলো কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা দেয় বলে উল্লেখ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ সেখানে বলা হয়েছে, অনুষ্ঠানের অংশীদার ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল৷ সেখানে তাদের একটি মেডিকেল ক্যাম্প ছিল৷ ওই ক্যাম্পের চিকিৎসকের পরামর্শেই রাহাতকে ইউনিভার্সেল হাসপাতালে পাঠানো হয়েছিল৷

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top