রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


গাইবান্ধায় ঘরে স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীকে খুন


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২০ ২২:৪৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২১:০৫

ছবি: প্রতীকী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্ত্রীর হাত-পা বেঁধে তার স্বামীকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম উত্তম কুমার (২৯)।


মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তাঁতীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উত্তম কুমার উপজেলার তাঁতীপাড়া গ্রামের শ্রী নিবারণ কুমারের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার তাঁতীপাড়া গ্রামে নিজ ঘরে সন্ধ্যায় স্ত্রীর হাত-পা বেঁধে উত্তমকে গলা কেটে খুন করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তমের গলাকাটা মরদেহ দেখতে পান। এর পর পুলিশে খবর দেন। উত্তমের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ওসি আবদুল্লাহেল জামাল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা থানায় আসা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে বলে জানান ওসি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top