রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সরিষাবাড়ীতে মাকে জবাই করে হত্যা,ছেলে আটক


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০১৯ ০৫:১৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২১:১৭

ছবি: প্রতীকী

জামালপুরের সরিষাবাড়ীতে মাকে জবাই করে হত্যা করেছে এক পাষাণ্ড ছেলে।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মা সালেহা বেগম (৬২) ওই গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে মাসুদুর রহমান মাসুদকে (২৬) আটক করেছে।

নিহতের বড় ছেলে মুফতি হাবিবুর রহমান জানান, মাসুদ মায়ের সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করতো। বুধবার (২৫ ডিসেম্বর) রাতেও মায়ের সঙ্গে মাসুদের কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার সকালে মাসুদ হঠাৎ খাবার ঘরে মায়ের ওপর আক্রমণ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জোয়াহেরুল ইসলাম জানান, ঘাতক ছেলেটি তার মাকে হত্যার দায় স্বীকার করেছে, তবে কারণ বলেনি। তাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top