কিশোরগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় নারীর মৃত্যু

কিশোরগঞ্জ সদর উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মরিয়ম নেছা (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব সড়কের লতিবাবাদ চড়াপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট রাজিব বর্মণ জানান, জেলার কটিয়াদী উপজেলার আদমপুর গ্রামের মরিয়ম নেছা হজ্বে যাওয়ার উদ্দেশে পাসপোর্ট করার জন্য স্বামী এবিএম আলাউদ্দিনের সঙ্গে মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে আসছিলেন।
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের কাছাকাছি লতিবাবাদ চড়াপড়া এলাকা অতিক্রমকালে ঝাঁকি লেগে মরিয়ম নেছা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরপি/ এএস
বিষয়: সড়ক দুর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: