রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২


আত্নহত্যায় বাধা, গৃহবধুর লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৪

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০৯:১৯

ফাইল ছবি

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার রাজনপুর গ্রামে শনিবার সকালে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত সৈইফ উদ্দিন (৬০) ওই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।


স্থানীয়দের বরাতে দোয়ারা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, সৈইফ উদ্দিনের পুত্রবধূ স্ত্রী সোহেনা বেগম প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতো। এরই জেরে শনিবার ভোরে সোহেনা বাড়ির পাশে গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এসময় শ্বশুর সৈইফ উদ্দিন তাকে বাধা দিতে গেলে সোহেনা লাঠি নিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে এসআই সজীব দত্ত ও রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং সোহেনাকে আটক করেন।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top