রাজশাহী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ২২


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০১৯ ০৪:০৮

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ০৯:১৩

ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এখনও আরও ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দগ্ধদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, শনিবার সকাল সোয়া ৮টায় দগ্ধদের মধ্যে সাহেজুল ইসলাম সাজু (১৯) নামে একজনের মৃত্যু হয়। সাজু ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, সাজুর শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। হাসপাতালে আরও ১০ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আটজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউতে। আর সোহাগ (২৫) ও ফিরোজকে (৩৯) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ২২ জনের মৃত্যু হলো।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top