ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সময়ের আলোর এসএম আলমগীর
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেয়েছেন সময়ের আলোর বিজনেস এডিটর এসএম আলমগীর।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর পুরোনো পল্টনে ইআরএফ কার্যালয়ে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য এসএম আলমগীর এই অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের পথিকৃৎ শিল্প গ্রুপ প্রাণ যৌথভাবে তাদের পুরস্কৃত করে। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও বাংলাদেশ সাংবাদিক কল্যণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ বছর তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিন্ট ক্যাটাগরিতে পাঁচজন, অনলাইনে দুজন এবং টেলিভিশন ক্যাটাগরি থেকে তিনজন পুরস্কার পেয়েছেন।
প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছেন সময়ের আলোর বিজনেস এডিটর এসএম আলমগীর ও আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম। এ ক্যাটাগরিতে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দুই বিশেষ প্রতিনিধি জসিম উদ্দিন হারুন ও এফএইচএম হুমায়ূন কবির। তৃতীয় পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সাহানোয়ার সাইদ শাহীন।
টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন পাপন এবং দ্বিতীয় হয়েছেন যৌথভাবে একুশে টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদুর রহমান ও ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার হরিপদ সাহা।
ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহীী সদস্যগণ, অ্যাওয়ার্ডের বিচারকগণ ও বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: