পলাতক ১৮৭ পুলিশ কর্মকর্তাকে সন্ত্রাসী দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার
পুলিশের যোগদান না করা ১৮৭ কর্মকর্তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে রাজশাহী-১ বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশে এ পর্যন্ত ১৮৭ জন কর্মকর্তা যোগদান করেন নি। তারা আর পুলিশ বাহিনীর নাই। আমি ধরে নিয়েছি তারা সন্ত্রাসী। তাদেরকে যদি পাওয়া যায় সরাসরি তাদের গ্রেফতার করা হবে। ক্রিমিনালের ক্ষেত্রে যে ধরনের আইন। তাদের ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে। এসময় সাংবাদিকদের কাছে তথ্য থাকলে সেটিও দেওয়ার আহ্বান জানান তিনি।
দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগ গত ১৫ বছর যাবত হচ্ছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশনে আসতে হবে। তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। ৫ ই আগস্ট এর পর যে অবস্থা ছিল সে অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে, ইম্প্রুভ তো করেছে। তাদের ভিতর একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে তো এমন কিছু নেই যে আমি দুই তিন চার দিন এটা করে দেব। কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে।
কৃষি খাতে যান্ত্রিককরণ ও সারের দুর্নীতির বিষয়ে কৃষি উপদেষ্টা বলেন, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা তদন্ত করতেছি। যারা দোষী তাদের বিরুদ্ধে একশানও নেওয়া হবে। দুই একজনকে অলরেডি আমরা কাষ্টরিতে নিয়ে নিয়েছি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিজিবি-১ এর সিইও, সিনিয়র সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সফরকারীরা উপস্থিত ছিলেন।
বিষয়: বিজিবি স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: