লুট হওয়া ৩ হাজার ৩০৪ অস্ত্র উদ্ধার
ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর লুট হওয়া ৩ হাজার ৩০৪টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের ৩ হাজার ৩০৪টি অস্ত্র, ২৫ হাজার ৯৭৪ রাউন্ড গোলাবারুদ গুলি, ২১ হাজার ৩৯৫ টিয়ারগ্যাস শেল ও এক হাজার ৯৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এর আগে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার সময় বেধে দেয় পুলিশ। এ সময়ের মধ্যে জমা না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল পুলিশ সদরদপ্তর।
আরপি/জেডএফ
আপনার মূল্যবান মতামত দিন: