রাজশাহী শনিবার, ৯ই নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১


বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দেবে মন্ত্রিপরিষদ বিভাগ


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৪ ১৩:৪৮

আপডেট:
৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৯

ফাইল ছবি

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবেন।

শনিবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮ জন।

এখন পর্যন্ত বন্যায় মোট ১৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top