রাজশাহী সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ ১৪৩১


পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকার টোল আদায়


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৪ ১৭:৫০

আপডেট:
২০ জানুয়ারী ২০২৫ ১৮:২৮

 ছবি:সংগৃহিত

দেশের সবচেয়ে বড় অবকাঠামো, সক্ষমতার প্রতীক পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। ২৬ জুন থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকে আজ (২৭ এপ্রিল) পর্যন্ত এক হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে।

সেতু বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে, পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে এ পর্যন্ত এক কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৫৬ লাখ ১ হাজার ২৩২টি যানবাহন পারাপার হয়েছে। আর জাজিরা প্রান্ত থেকে পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি। এতে এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। এই টাকা জমা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যাংক অ্যাকাউন্টে।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে জানান, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে।

২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন দেশের বৃহত্তম এই পদ্মা সেতু ব্যবহার করেছিল। সেদিন ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়।

 

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top