নারীর লাশের পাশে পড়ে ছিল মোবাইল, স্বামী গ্রেপ্তার
                                যশোর সদর উপজেলার মঠবাড়ী গ্রামে বুকভরা বাঁওড়ের পাড় থেকে শাড়ি পরা এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। এ ঘটনায় ওই নারীর সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ফোনের সূত্র ধরে নিহত নারীর পরিচয় ও অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ।
নিহত খাদিজা খাতুন ওরফে মিতু কর্মকার সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের আজগর আলী সরদারের মেয়ে।
আটক মৃন্ময় ভদ্র যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের মদন কুমার ভদ্রের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দামোদরকাঠি গ্রামে বসবাস করেন।
যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, দুই বছর আগে ওই দুইজনের বিয়ে হয়। এরপর বিচ্ছেদ হয়ে যায়। তারপরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। মঙ্গলবার রাত ১১টার দিকে খাদিজাকে শ্বাসরোধে হত্যা করে বাঁওড়পারে একটি ধানখেতে লাশ ফেলে পালিয়ে যান মৃন্ময়। মরদেহের পাশে পড়ে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে মৃন্ময়কে তার এক চাচার বাড়ি থেকে আটক করা হয়।
এদিকে আটক মৃন্ময় ভদ্র জানান, বিচ্ছেদ হওয়ার পরেও বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেইলিং করে টাকা চাওয়ার কারণে তাকে সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ডেকে এনে হত্যা করে।
আরপি/আআ
বিষয়: যশোর স্বামী গ্রেপ্তার

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: