রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৪ ২০:৪৫

আপডেট:
১ মে ২০২৪ ২২:৫৭

 ছবি:সংগৃহিত

দেশের বাজারে আবারো সোনার দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ২৭৫ টাকা বাড়ানো হয়েছে। এর ১০ দিন আগে সোনার দাম কমানো হয়েছিল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এ দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৮৪৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি।

২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের সোনার দাম এখন পড়বে ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৬৫৬ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের সোনা কিনতে লাগবে ৯৭ হাজার ৮৮৪ টাকা।

তবে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮৮ টাকা কমিয়ে ৭৮ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আরপি/আআ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top