রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ময়মনসিংহে মধ্যরাতে নারীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৪ ০৮:১১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:০৩

 ছবি:সংগৃহিত

ময়মনসিংহের নান্দাইলে নাজমা আক্তার (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারি আনি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানা গেছে, নিহত নাজমা আক্তার ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। তিনি চার সন্তানের মা।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করেন নাজমা। খাওয়া শেষে রাত ১০টার দিকে পান কিনতে বের হন তিনি। তবে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পরে বাড়ি থেকে কিছুটা দুরে ধানক্ষেতে কোনো এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে রয়েছে বলে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নাজমার পরিবারের লোকজন সেখানে আসে ও তাকে শনাক্ত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআই মো. সুজন মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর নাজমা আক্তারের মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top