রাজশাহী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৪ ১৫:৩৫

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ১২:০৯

 ছবি:সংগৃহিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গণিপুর এলাকায় ‘সমতট এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে।

বুধবার সকাল ৮টার দিকে গণিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি লক্ষ্মীপুর জেলার মান্দারি এলাকায় বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লার লাকসামের উদ্দেশে সোনাপুর থেকে ছেড়ে আসে ‘সমতট এক্সপ্রেস ৪৫’ ট্রেনটি। ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে লাকসামের উদ্দেশে রওনা করে চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকায় পৌঁছলে সেখানে ট্রেনে কাটা পড়েন ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। এতে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। ঘটনাস্থলের পাশ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই মোবাইলটি তিনি ব্যবহার করতেন।

চৌমুহনী রেলস্টেশনের মাস্টার মো. ফখরুল ইসলাম নোমান জানান, নিহত ব্যক্তির লাশের পাশ থেকে পাওয়া মোবাইলটি দিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

আরপি/আআ


বিষয়: বেগমগঞ্জ


আপনার মূল্যবান মতামত দিন:

Top