রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য আটক


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০১৯ ২২:৩০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:২৫

প্রতিকী ছবি

রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সক্রিয় সদস্যকে আটক করেছে।

গত বুধবার দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করা হয়েছে।তিনি আরও আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top