ধামরাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

ধামরাইয়ে হেলেনা বেগম হত্যা মামলার মূল আসামি স্বামী রানা ওরফে আশ্রফ আলি অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ধামরাই থানা পুলিশ মঙ্গলবার পৌরশহরের ডুলিবিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে ১৩ মার্চ গভীর রাত বারোটার দিকে তার ঘুমন্ত স্ত্রীকে বিছানার উপর উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিল।
ধামরাই থানার পুলিশের সূত্র জানায়, স্ত্রী হত্যাকারী রানা ওরফে আশ্রফ আলী নিজের ঔরসজাত ২ সন্তানকে ঘরে বাইরে থেকে তালাবদ্ধ করে। পূর্বপরিকল্পিতভাবে ঘুমন্ত স্ত্রীকে বিছানার উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর বাড়ি থেকে পালিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন মাহমুদ মঙ্গলবার সকাল দশটার দিকে খবরের ভিত্তিতে ধামরাই পৌর শহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কোর্স নিয়ে স্ত্রী হত্যাকারী রানা ওরফ আশ্রফ আলীকে গ্রেফতার করে। ধামরাই থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। খুনি স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনা ও মোটিভ অকপটে স্বীকার করেছে।
আরপি/আআ
বিষয়: স্বামী গ্রেফতার ধামরাইয় ছুরিকাঘাত
আপনার মূল্যবান মতামত দিন: