রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
১৯ মার্চ ২০২৪ ১০:৪৫

আপডেট:
১৯ মার্চ ২০২৪ ১০:৪৯

ছবি: সংগৃহিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নিহত ২৬ বছর বয়সি যুবকের নাম জাহিদ খান ঝলক। তিনি নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মধ্যপাড়া গ্রামের ছামিনুর রহমানের ছেলে ঝলক।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহিদ মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বাড়িতে ছিলেন। রাত ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নেয়। বের হওয়ার পর পরই তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঝলককে মৃত ঘোষণা করেন।

ওসি জসিম উদ্দিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামি গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top