রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন


প্রকাশিত:
১৮ মার্চ ২০২৪ ১৬:৩৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:০২

ছবি: সংগৃহিত

মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মাজম আলী বেপারী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামীদের উপস্থিতিতে এ রায় দেন। এসময় প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের ঘোষণা দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার।

দন্ডপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের সোহাগ, একই গ্রামের হাবিয়া বেগম, শাহিনুর ইসলাম ওরফে নেরন, নাধন ও মত্ত ঢাকুয়াপাড়া গ্রামের আলমগীর। মামলা থেকে খলিল, আলী আকবর ও টুটুল নামে তিন যুবককে খালাস দেওয়া হয়।

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগষ্ট রাত ১০ টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামি সোহাগ কাঁচামাল ব্যবসায়ী মাজমকে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্যান্য আসামিদের সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে ৪ আগষ্ট সকাল ৬টার দিকে মাজমের সরদেহ সোহাগদের চৌচালা টিনের ঘরের উত্তর পশ্চিম পাশে পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জেলেকা বেগম আটজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।

মামলায় ২০১৬ সালের জুন মাসের ২৯ তারিখে মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার বলেন, হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় আমরা সন্তুষ্ট। আশা করি এর মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

তবে রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা, খলিলুর রহমান খলিল ও মো. শাহজাহান। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানা গেছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top