কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরের মোহরা এলাকার জান আলী হাট রেলস্টেশনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অলি উদ্দিন জানান, নিহত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার রেললাইনে হাঁটতে থাকা ব্যক্তিকে সরে যেতে বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি রেললাইনে হাঁটতে থাকায় কাটা পড়ে মারা যান।
আরপি/আআ
বিষয়: কক্সবাজার এক্সপ্রেস দুর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: