রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


ঢাকা হলো বিশ্বের সবচেয়ে দূষিত নগরী


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০১৯ ০৩:১২

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ০৬:২৯

ছবি: সংগৃহীত

বিশ্বের সব শহরকে হার মানিয়ে দূষণে শীর্ষ অবস্থানে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার দুপুরে এই প্রতিবেদন লেখার সময়েও দূষণে সবার চেয়ে এগিয়ে আছে এই শহরটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের তথ্যানুসারে, সকাল পৌনে ৯টায় বায়ু দূষণের মাত্রা ছিল ২৩৭ পিএম। ২৩৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর।

১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুল তৃতীয়, ১৯১ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ, ১৮৩ পিএম নিয়ে চীনের চেংদু পঞ্চম এবং ১৮২ পিএম নিয়ে ষষ্ঠ ছিল ভারতের রাজধানী দিল্লি।

দুপুরে ঢাকার বায়ু দূষণের মাত্রা ছিল ১৯০ পিএম। এরপরে চলে আসে চীনের চেংদু ও উহান। চার নম্বরে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। আর উলানবাটোর ১১ নম্বরে। তবে প্রথম ১০টি শহরের মধ্যে চীনের চারটি ও ভারতে তিনটি রয়েছে।

২৩৭ পিএম বায়ুদূষণ খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের বিভিন্ন দেশ এরকম পরিস্থিতিতে নানা ধরনের সতর্কতা জারি করে। কিন্তু বাংলাদেশ পরিবেশ অধিদফতরের ওয়েবসাইটে এ ধরনের কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top